গুরুত্বপূর্ণ সংবাদ:
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১১:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 50
রাজবাড়ী বাসমালিক সমিতির শ্রমিকদের সাথে কুষ্টিয়া জেলার বাস মালিক শ্রমিকদের বিরোধে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রবিবার সকালে রাজবাড়ী বাসমালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে ৫০টি লোকাল এবং ৩০টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীসহ ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা।
রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি। আশা করি শিগগির সমস্যা সমাধান হবে।
Tag :