রাজবাড়ীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে বৈশাখী টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার সকাল ১০টায় গোয়ালন্দ গোধূলী পার্কে পালিত হয়েছে। অনুষ্ঠানে এতিম শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। এসকল শিশুরা গোধূলী পার্কের বিভিন্ন রাইডে উঠানো হয় এবং মজাদার পিঠা খাওয়ানো হয়।
পরে পার্কের উন্মুক্ত সেডে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ও রাজবাড়ী বিডি.কম এর প্রকাশক ডা. রাজীব দে সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, রাজবাড়ী জেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের আহবায়ক গণেশ পাল, বিশিষ্ট নাট্যাভিনেতা প্রণব ঘোষ, ৭১ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মেহেদী হাসান, চ্যানেল টুয়েন্টি ফোরের সুমন বিশ্বাস, যমুনা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শামীম রেজা, আনন্দ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি কামাল হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলামসহ গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি তত্বাবধান করেন বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি আজু শিকদার।