গোয়ালন্দে কলেজ ছাত্রদলের বিজয় র্যালি
- প্রকাশের সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ১০২৮ জন সংবাদটি পড়েছেন
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জাতীয় পতাকা হাতে বিজয় র্যালি করেছে রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদল। মঙ্গলবার কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। কলেজের গোল চত্বর থেকে শুরু করে পুরো কলেজ ক্যাম্পাস শেষ করে আবার গোল চত্বরে এসে র্যালি শেষ হয় এবং এখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি কাওছার খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রকিসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। তারপর দীর্ঘ ১৫ বছর এই স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করে ‘শেখ মুজিব বাহিনী’ সারা বাংলাদেশে বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসে রাম রাজত্ব তৈরি করেছিল। ২০২৪ সালে এসে সেই স্বৈরাচার হাসিনাকে পরাজিত করে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি।