জমি সংক্রান্ত শুনানীকালে এসি ল্যান্ডকে হুমকি দেওয়ায় যুবকের কারাদন্ড, জাল দলিলের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা
- প্রকাশের সময় : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১০৪৬ জন সংবাদটি পড়েছেন
জমি সংক্রান্ত বিষয়ে শুনানী চলাকালে এসি ল্যান্ডের উপর চড়াও হওয়ায় মো. আলাউদ্দিন নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আর সরকারি জমি জাল দলিল করে নিজেদের নামে বরায় তার বাবা শামসুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘটে এ ঘটনা। অভিযুক্ত শামসুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা।
এসি ল্যান্ড কার্যালয় সূত্রে জানা গেছে, বড়মুরারীপুর গ্রামের ১৩২ শতাংশ জমি নিজেদের দাবি করেন শামসুল আলম। বিষয়টি নিয়ে মিস কেস হয়। রোববার এই কেসের শুনানী ছিল সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয়ে। শুনানী চলাকালে শামসুল আলমের ছেলে আলাউদ্দিন বেশ কয়েকবার এসি ল্যান্ড মারুফ দস্তগীরের উপর চড়াও হন। একারণে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এবিষয়ে রাজবাড়ীর সহকারী কমিশনার (ভ‚মি) মো. মারুফ দস্তগীর জানান, ওই জমিটি অর্পিত সম্পত্তি। সরকারের নামে রেকর্ড। বর্তমানে জমির কোনো মালিক নেই। যেহেতু মালিক নেই তাই এই জমির মালিক সরকার। শামসুল আলম জাল দলিল তৈরি করে তাদের দখলে নিয়েছে। পরবর্তীতে মিস কেস হয়। তদন্তে তারা জানতে পারেন, যে দলিল দিয়ে তারা মিউটেশন করেছেন সেই দলিলের কোনো অস্তিত্ব নেই। সাব-রেজিস্ট্রি অফিস থেকেও এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেছে। জমির দলিল জাল করার অভিযোগে শামসুল আলমের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা হয়েছে। শুনানী চলাকালে হুমকি দেওয়ার কারণে তার ছেলে মো. আলাউদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২৮ ধারায় দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়।