শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১০৬৫ জন সংবাদটি পড়েছেন
বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শনিবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কেরাতুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী আবু ইউসুফ, বাণিবহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মওলানা মো. আসাদুজ্জামান, কল্যাণপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মওলানা আব্দুস সালাম, হাফেজ মো. সাব্বির হোসাইন, মো. রফিকুল ইসলাম মিলন, মো. আব্দুল্লাহ, মো. আব্দুর রহিম, মো. আব্দুল আলিম, আব্দুর রহমান সোহান প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসনমুক্ত হয়েছে। দেশকে দুর্নীতিমুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে। অবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।