Dhaka ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনে নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ১০৬৮ জন সংবাদটি পড়েছেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় রাজবাড়ীর নিহত তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই তারিখে রাজধানী ঢাকার মিরপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের কলেজছাত্র সাগর হোসেন, একই তারিখে ঢাকার বাড্ডায় সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা হোটেলকর্মী আব্দুল গনি এবং ২০ জুলাই তারিখে ঢাকার সাভারে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা মুরগী ব্যবসায়ী কুরমান শেখ গুলিতে নিহত হন।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে আন্দোলনে নিহত তিনজনের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সরকারিভাবে কোনো বরাদ্দ এলে তাদের পুনরায় সহযোগিতা দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্দোলনে নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন

প্রকাশের সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় রাজবাড়ীর নিহত তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই তারিখে রাজধানী ঢাকার মিরপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের কলেজছাত্র সাগর হোসেন, একই তারিখে ঢাকার বাড্ডায় সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা হোটেলকর্মী আব্দুল গনি এবং ২০ জুলাই তারিখে ঢাকার সাভারে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা মুরগী ব্যবসায়ী কুরমান শেখ গুলিতে নিহত হন।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে আন্দোলনে নিহত তিনজনের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সরকারিভাবে কোনো বরাদ্দ এলে তাদের পুনরায় সহযোগিতা দেওয়া হবে।