রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের জন্মস্থান রাজবাড়ীতে প্রথমবারের মত পালিত হলো জন্মোৎসব
- প্রকাশের সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১০৭৯ জন সংবাদটি পড়েছেন
প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের জন্মস্থান রাজবাড়ীতে তার জন্মদিনে প্রথমবারের মত পালিত হলো জন্মোৎসব। রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের আয়োজনে বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাগর সেন সন্ধ্যা নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। জন্মোৎসব আয়োজক কমিটির আহŸায়ক রনজিৎ সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবর্তী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন দত্ত, কবি নেহাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, শিল্পী সাগর সেনের জন্মস্থান রাজবাড়ীতে। এটি বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাকে নিয়ে রাজবাড়ীবাসী গর্ব করতেই পারে। একজন আদর্শ সঙ্গীতশিল্পীর সমস্ত গুণ ছিল তার মধ্যে। তার বিভিন্ন ভাষার বিভিন্ন ধরণের গান শোনার শখ ছিল। ইংরেজি, গ্রিক, জার্মান ইত্যাদি ভাষার গানও তিনি শুনতেন। চিন্তা করতেন কীভাবে সেই সঙ্গীত শৈলী সুচিন্তিত, সাবলীল এবং মার্জিতভাবে রবীন্দ্রসঙ্গীতের ভাবকে অক্ষুণœ রেখে প্রয়োগ করা যায়।
অন্য বক্তারা বলেন, সাগর সেন ১৯৩২ সালের ১৫ মে বাংলাদেশের রাজবাড়ীর বানিবহে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে রাজবাড়ীতে। তিনি শুধুমাত্র একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীই ছিলেন না। তিনি ছিলেন সঙ্গীত-পরামর্শদাতা, আয়োজক, সঙ্গীত পরিচালক এবং সর্বোপরি একজন মানবদরদী মানুষ। অনেক মানুষকে টাকা পয়সা দান করেছেন। পরিবারের কাউকে কখনও জানতেও দেননি। খ্যাতির মধ্যগগনে থাকাকালীন তিনি ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হন। মাত্র পঞ্চাশ বছর বয়সে ১৯৮৩ সালের ৪ জানুয়ারি তিনি মারা যান।
আলোচনা শেষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী স্বপন দত্ত, অমিতা চক্রবর্তী, তাপস কর্মকার, রনজিৎ সরকার, জান্নাতুল ফেরদৌস মিমি।