চোরাই পথে আনা ৪৩৩ ভরি রূপার অলংকার উদ্ধার \ গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৯:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১০৮১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে শুক্রবার ভারত থেকে চোরাই পথে আনা ৪৩৩ ভরি রূপার অলংকারসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মীর হালিম হোসেন। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হামিদপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খানখানাপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী কবির ডিলাক্স নামে একটি লোকাল পরিবহনে তল্লাশী চালানো হয়। হালিম নামে ওই বাসের যাত্রীর দেহ তল্লাশী করলে ২৩৭টি রূপার নূপুর পাওয়া যায়। যার ওজন ৪৩৩ ভরি ১২ আনা তিন রতি। এর আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা। গ্রেপ্তার হালিম ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে রূপার অলংকার এনে চারটি পার্সের মধ্যে ভরে প্যান্টের নীচে কাপড় দিয়ে অভিনব কায়দায় বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় দি স্পেশাল পাওয়ার অ্যক্ট আইনে মামলা হয়েছে। শনিবার আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।