নানা আয়োজনে পালিত হলো জাতির জনকের জন্মবার্ষিকী
- প্রকাশের সময় : ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১০৯২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ এ উপলক্ষে পৃথক পৃথকভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, স্থানীয় সরকার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে সকালে রেলমন্ত্রী জিল্লুল হাকিম, জেলা প্রশাসক আবু কায়সার খানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
অন্যদিকে দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি জিল্লুল হাকিম। অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রেজাউল হক, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব প্রমুখ। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যড. সফিকুল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। রাজবাড়ীর মানুষ কোনো সময় চিন্তা করেছেন ২ ঘণ্টা ২০ মিনিটে পদ্মা সেতুর ওপর দিয়ে রাজবাড়ী থেকে ঢাকার কমলাপুরের পৌছাতে পারবেন? এখন আপনারা বাস্তবে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর মাধ্যমে অনেক স্বপ্নই আমাদের পূরণ হয়েছে। ঢাকায় মানুষ ১০ মিনিটেই মেট্রোরেলে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠলে মনেই হবে না বাংলাদেশে আছি। এমন উন্নয়ন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে।