৭১টি হারানো মোবাইল ফোন মালিকদের খুঁজে দিল পুলিশ
- প্রকাশের সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১১০০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো ৭১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ কার্যালয়ের তথ্যমতে, গত এক মাসে মোবাইল ফোন হারানোর বিষয়ে রাজবাড়ী সদর থানায় ৩২টি, গোয়ালন্দ ঘাট থানায় ১০টি, পাংশা মডেল থানায় ১২টি, কালুখালী থানায় সাতটি এবং বালিয়াকান্দি থানায় আটটি সাধারণ ডায়েরি হয়। সাধারণ ডায়েরির সূত্র ধরে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মোবাইল ফোন হস্তান্তরকালে পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের জন্য তারা খুব আবেগ দিয়ে কাজটি করেন। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পরে নিশ্চয় খুব কষ্ট পান ভুক্তভোগী। তারা অনেক কষ্ট করে যখন মোবাইল ফোনটি উদ্ধার করে তার হাতে তুলে দেন তখন তার মুখের হাসি তাদের অনুপ্রাণিত করে। আমরা এই কাজটি সবসময় করে যাব। তাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম মোবাইলগুলো উদ্ধারে সব সময় তৎপর।
এসময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।