Dhaka ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু জেলখানায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ১১০৩ জন সংবাদটি পড়েছেন

 

 চেক ডিসঅনার মামলায় এক বছর দন্ড ভোগ করছিলেন শহিদুল ইসলাম বিশ^াস (৪৩)। আগামী মে মাসে সাজার মেয়াদ শেষে কারাগার থেকে মুক্ত হওয়ার কথা ছিল তার। এর আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আবুল বিশ^াসের ছেলে। পেশায় তিনি একজন পাট ব্যবসায়ী ছিলেন। .

মৃত শহিদুলের ভাই রেজাউল বিশ^াস জানান, তার ভাই বালিয়াকান্দির বহরপুর বাজারে পাট ব্যবসা করতেন। চেক ডিসঅনার মামলায় তার ভাইয়ের এক বছরের সাজা হয়। মাঝে মাঝেই তার ভাইয়ের সাথে দেখা করতে কারাগারে যেতেন। সকাল সাড়ে ৬টার দিকে কারাগার থেকে তাকে ফোন করে ভাইয়ের অসুস্থতার খবর জানিয়ে তার (ভাইয়ের) এনআইডি কার্ড নিয়ে আসতে বলা হয়। কারাগারে আসার পর জানতে পারেন তার ভাই মারা গেছে। তার ভাই ভোর রাত ৩টায় অসুস্থ হয়েছিল বলে শুনেছেন। তাকে সকাল ৬ার পরে হাসপাতালে নেওয়া হয়েছে। এজন্য কারা কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন তিনি।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম জানান, চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে ২০২৩ সালের ১৯ মে গ্রেপ্তার হয়ে রাজবাড়ী কারাগারে বন্দী ছিলেন শহিদুল ইসলাম। সুস্থ ও স্বাভাবিক ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৬টার দিকে তার বুকে ব্যথা হলে কারা চিকিৎসক তাকে পরীক্ষা করেন। সকাল ৬টা ১০ মিনিটে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় জেলগেটে তিনি (শহিদুল) কথা বলেছিলেন। তাকে ভর্তি করা হয় ৬টা ১৫ মিনিটে। সাড়ে ৬টার দিকে হাসপাতাল থেকে তাকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য আসামি শহিদুলকে ফরিদপুর নিতে হবে। তিনি এ জন্য কাগজপত্র প্রস্তুত করছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পান শহিদুল মারা গেছেন। এখানে তাদের কোনো গাফিলতি নেই। কারাবিধি অনুযায়ী রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর শহিদুলের মদরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, সকাল ৬টা ১০ মিনিটে শহিদুলকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। ভর্তি করা হয় ৬টা ১৫ মিনিটে। মারা যান ৬টা ৪৫ মিনিটে। হৃদরোগে আাক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু জেলখানায়

প্রকাশের সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

 

 চেক ডিসঅনার মামলায় এক বছর দন্ড ভোগ করছিলেন শহিদুল ইসলাম বিশ^াস (৪৩)। আগামী মে মাসে সাজার মেয়াদ শেষে কারাগার থেকে মুক্ত হওয়ার কথা ছিল তার। এর আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আবুল বিশ^াসের ছেলে। পেশায় তিনি একজন পাট ব্যবসায়ী ছিলেন। .

মৃত শহিদুলের ভাই রেজাউল বিশ^াস জানান, তার ভাই বালিয়াকান্দির বহরপুর বাজারে পাট ব্যবসা করতেন। চেক ডিসঅনার মামলায় তার ভাইয়ের এক বছরের সাজা হয়। মাঝে মাঝেই তার ভাইয়ের সাথে দেখা করতে কারাগারে যেতেন। সকাল সাড়ে ৬টার দিকে কারাগার থেকে তাকে ফোন করে ভাইয়ের অসুস্থতার খবর জানিয়ে তার (ভাইয়ের) এনআইডি কার্ড নিয়ে আসতে বলা হয়। কারাগারে আসার পর জানতে পারেন তার ভাই মারা গেছে। তার ভাই ভোর রাত ৩টায় অসুস্থ হয়েছিল বলে শুনেছেন। তাকে সকাল ৬ার পরে হাসপাতালে নেওয়া হয়েছে। এজন্য কারা কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন তিনি।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম জানান, চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে ২০২৩ সালের ১৯ মে গ্রেপ্তার হয়ে রাজবাড়ী কারাগারে বন্দী ছিলেন শহিদুল ইসলাম। সুস্থ ও স্বাভাবিক ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৬টার দিকে তার বুকে ব্যথা হলে কারা চিকিৎসক তাকে পরীক্ষা করেন। সকাল ৬টা ১০ মিনিটে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় জেলগেটে তিনি (শহিদুল) কথা বলেছিলেন। তাকে ভর্তি করা হয় ৬টা ১৫ মিনিটে। সাড়ে ৬টার দিকে হাসপাতাল থেকে তাকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য আসামি শহিদুলকে ফরিদপুর নিতে হবে। তিনি এ জন্য কাগজপত্র প্রস্তুত করছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পান শহিদুল মারা গেছেন। এখানে তাদের কোনো গাফিলতি নেই। কারাবিধি অনুযায়ী রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর শহিদুলের মদরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, সকাল ৬টা ১০ মিনিটে শহিদুলকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। ভর্তি করা হয় ৬টা ১৫ মিনিটে। মারা যান ৬টা ৪৫ মিনিটে। হৃদরোগে আাক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।