রাজবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১০:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ১১২২ জন সংবাদটি পড়েছেন
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর জামাই পাগলের মাজারের সামনে থেকে তিন কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ আতিয়ার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর জামাই পাগলের মাজারের সামনে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালানো হয়। তার কাছে তিন কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। সে পেশাদার মাদক ব্যবসায়ী। রাজবাড়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সে মাদক সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এব্যাপারে গ্রেপ্তার আতিয়ারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।