রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ১১২২ জন সংবাদটি পড়েছেন
যথাযোগ্য মর্যাদার সাথে রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ খুশী রেলওয়ে ময়দানে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সামাজিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ডিসপ্লে।
এর আগে সকাল ৭টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশ লোকোশেড বধ্যভ‚মি, রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ, জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ রফিক, শফিক, সাদিকের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।