Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বর্ণিল পাঠাগার উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ১১২৯ জন সংবাদটি পড়েছেন

 শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, বিশিষ্ট চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প, বই বিষয়ক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিল পাঠাদার উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে।

নতুন প্রজন্মকে পাঠাগারমুখি করার লক্ষ্যে রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর ৩টা  থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার নিভৃত পল্লী রামকান্তপুর গ্রামে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আর্ট ক্যাম্পের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নেন চারুকলার ১৫ জন শিক্ষক ও শিক্ষার্থী। তারা হলেন তরুণ ঘোষ, প্রীতিরঞ্জন বিশ^াস, রেজাউল হক লিটন, মুস্তাফিজ কারিগর, হারুন অর রশীদ টুটুল, রাজকুমার পাল, কামরুননাহার, ফাহমিদা আলম, মিলন রব, আসমাউল হোসনা, খুরশীদ জাহান দোলন, মেহেদি হাসান অভি, রাসেল রানা, সাগর জাহিদ, মনন মোর্শেদ।

এরপর পর্যায়ক্রমে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় পাঁচশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সন্ধ্যায় প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার টু ও  তরুণ কর্মকার পরিচালিত ফাউন্ডেশনের তথ্যচিত্র আমরাই বাংলাদেশ।

রাতে বই বিষয়ক আলোচনায় বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা আহসান হাবীব প্রমুখ। সভাপতিত্ব করেন রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে রাজবাড়ী ও ঢাকার শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বর্ণিল পাঠাগার উৎসব

প্রকাশের সময় : ০৮:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

 শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, বিশিষ্ট চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প, বই বিষয়ক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিল পাঠাদার উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে।

নতুন প্রজন্মকে পাঠাগারমুখি করার লক্ষ্যে রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর ৩টা  থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার নিভৃত পল্লী রামকান্তপুর গ্রামে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আর্ট ক্যাম্পের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নেন চারুকলার ১৫ জন শিক্ষক ও শিক্ষার্থী। তারা হলেন তরুণ ঘোষ, প্রীতিরঞ্জন বিশ^াস, রেজাউল হক লিটন, মুস্তাফিজ কারিগর, হারুন অর রশীদ টুটুল, রাজকুমার পাল, কামরুননাহার, ফাহমিদা আলম, মিলন রব, আসমাউল হোসনা, খুরশীদ জাহান দোলন, মেহেদি হাসান অভি, রাসেল রানা, সাগর জাহিদ, মনন মোর্শেদ।

এরপর পর্যায়ক্রমে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় পাঁচশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সন্ধ্যায় প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার টু ও  তরুণ কর্মকার পরিচালিত ফাউন্ডেশনের তথ্যচিত্র আমরাই বাংলাদেশ।

রাতে বই বিষয়ক আলোচনায় বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা আহসান হাবীব প্রমুখ। সভাপতিত্ব করেন রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে রাজবাড়ী ও ঢাকার শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শিত হয়।