Dhaka ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ১১০৭ জন সংবাদটি পড়েছেন

 

রাজবাড়ীর বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে রোববার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

 রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলম পিন্টু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালে রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেসময় একজন শ্রমিকের আপীলের কারণে নির্বাচন করতে পারেননি। পরবর্তীতে গেজেট অনুসারে সংগঠনের নাম পরিবর্তন করা হয়। সংগঠনের আর্থিক আয় ব্যয় খুবই স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। সাধারণ সভাও করা হচ্ছে যথানিয়মে। এসব বিষয় নিয়ে একটি কুচক্রিমহল নানাভাবে বিভ্রান্তি ছড়াতে লিফলেট বিলি করছে। বিষয়টি নিয়ে তারা খুবই বিব্রত।

রকিবুল ইসলাম পিন্টু বলেন, তারা শ্রমিকের স্বার্থ রক্ষায় যথাসাধ্য চেষ্টা করছেন। যারা এসব ঘটনা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ ইব্রাহীম সরদার, কার্যনিবাহী সদস্য শাজাহান মোল্লা প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

 

রাজবাড়ীর বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে রোববার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

 রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলম পিন্টু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালে রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেসময় একজন শ্রমিকের আপীলের কারণে নির্বাচন করতে পারেননি। পরবর্তীতে গেজেট অনুসারে সংগঠনের নাম পরিবর্তন করা হয়। সংগঠনের আর্থিক আয় ব্যয় খুবই স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। সাধারণ সভাও করা হচ্ছে যথানিয়মে। এসব বিষয় নিয়ে একটি কুচক্রিমহল নানাভাবে বিভ্রান্তি ছড়াতে লিফলেট বিলি করছে। বিষয়টি নিয়ে তারা খুবই বিব্রত।

রকিবুল ইসলাম পিন্টু বলেন, তারা শ্রমিকের স্বার্থ রক্ষায় যথাসাধ্য চেষ্টা করছেন। যারা এসব ঘটনা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ ইব্রাহীম সরদার, কার্যনিবাহী সদস্য শাজাহান মোল্লা প্রমুখ।