পাংশায় ওয়ানশুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১১২৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার জাগীর বাগলি থেকে রোববার রাতে একটি ওয়ানশুটারগান ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সজিব মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুুলিশ। সে একই গ্রামের সেলিম মন্ডলের ছেলে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ওয়ানশুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে। সজিব অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।
Tag :