Dhaka ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা \ স্বামী আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ১১০৫ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারা গ্রামে হাসি বেগম (৩৮) নামে এক গৃহবধূকে তার স্বামী মনিরুল শ^াসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মনিরুল কাজীকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে। নিহত হাসি বেগম একই গ্রামের মজিদ মোল্লার মেয়ে। অভিযুক্ত মনিরুল কাজী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের নজরুল কাজীর ছেলে। হত্যার ঘটনায় নিহতের ভাই ইয়াকুব মোল্লা বাদী হয়ে শনিবার রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০ বছর আগে মনিরুল কাজীর সাথে হাসি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মনিরুল শ^শুর বাড়িতে সপরিবারে বসবাস করতো। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে মনিরুল তার স্ত্রীকে বাড়ির গোয়ালঘরের ম্েধ্য নিয়ে শ^াসরোধে হত্যা করে।

নিহতের বড় মেয়ে রিতু আক্তার জানায়, সে তার ছোট বোনের সাথে এক কক্ষে, তার মা ও ছোট ভাই এক কক্ষে এবং তার বাবা আরেকটি কক্ষে ঘুমান। বৃহস্পতিবার তারা সবাই রাতের খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে মায়ের ঘরে গিয়ে দেখে তার মা নেই। তার বাবা নির্দিষ্ট কক্ষেই ঘুমিয়েছিলেন। তার বাবাকে ডেকে মায়ের কথা জানতে চাইলে সে অকপটে জানায়, গোয়ালঘরে মেরে রেখে এসেছে। দৌড়ে গোয়ালঘরে গিয়ে দেখে সত্যিই তার মা মৃত অবস্থায় পড়ে আছেন।

হাসি বেগমের মা জাহেদা বেগম জানান, বিয়ের পর থেকে মনিরুল তাদের বাড়িতে বসবাস করে। হাসির বাবা মারা যাওয়ার পর হাসির ভাগের সম্পত্তি বিক্রি করে টাকা দিতে বলে। হাসি এতে রাজী হয়নি। একারণে মাঝে মধ্যেই তাদের ঝগড়া হতো, মারধরও করতো। গত বৃহস্পতিবার রাতে আবারও তাদের ঝগড়া হয়। তারা সবাই যখন ঘুমিয়ে পড়েন সে সুযোগে মনিরুল হাসিকে শ^াসরোধে হত্যা করে গোয়ালঘরে ফেলে রাখে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদত হোসেন জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্নের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ অভিযুক্ত মনিরুল কাজীকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা \ স্বামী আটক

প্রকাশের সময় : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারা গ্রামে হাসি বেগম (৩৮) নামে এক গৃহবধূকে তার স্বামী মনিরুল শ^াসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মনিরুল কাজীকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে। নিহত হাসি বেগম একই গ্রামের মজিদ মোল্লার মেয়ে। অভিযুক্ত মনিরুল কাজী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের নজরুল কাজীর ছেলে। হত্যার ঘটনায় নিহতের ভাই ইয়াকুব মোল্লা বাদী হয়ে শনিবার রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০ বছর আগে মনিরুল কাজীর সাথে হাসি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মনিরুল শ^শুর বাড়িতে সপরিবারে বসবাস করতো। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে মনিরুল তার স্ত্রীকে বাড়ির গোয়ালঘরের ম্েধ্য নিয়ে শ^াসরোধে হত্যা করে।

নিহতের বড় মেয়ে রিতু আক্তার জানায়, সে তার ছোট বোনের সাথে এক কক্ষে, তার মা ও ছোট ভাই এক কক্ষে এবং তার বাবা আরেকটি কক্ষে ঘুমান। বৃহস্পতিবার তারা সবাই রাতের খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে মায়ের ঘরে গিয়ে দেখে তার মা নেই। তার বাবা নির্দিষ্ট কক্ষেই ঘুমিয়েছিলেন। তার বাবাকে ডেকে মায়ের কথা জানতে চাইলে সে অকপটে জানায়, গোয়ালঘরে মেরে রেখে এসেছে। দৌড়ে গোয়ালঘরে গিয়ে দেখে সত্যিই তার মা মৃত অবস্থায় পড়ে আছেন।

হাসি বেগমের মা জাহেদা বেগম জানান, বিয়ের পর থেকে মনিরুল তাদের বাড়িতে বসবাস করে। হাসির বাবা মারা যাওয়ার পর হাসির ভাগের সম্পত্তি বিক্রি করে টাকা দিতে বলে। হাসি এতে রাজী হয়নি। একারণে মাঝে মধ্যেই তাদের ঝগড়া হতো, মারধরও করতো। গত বৃহস্পতিবার রাতে আবারও তাদের ঝগড়া হয়। তারা সবাই যখন ঘুমিয়ে পড়েন সে সুযোগে মনিরুল হাসিকে শ^াসরোধে হত্যা করে গোয়ালঘরে ফেলে রাখে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদত হোসেন জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্নের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ অভিযুক্ত মনিরুল কাজীকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।