Dhaka ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ১১০৮ জন সংবাদটি পড়েছেন

 

ঝাড় ফুকের কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে ভন্ড কবিরাজ ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) এবং তার সহকারী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩৫)।

আদালত সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা এক গৃহবধূ শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন। যেকারণে তিনি মান্নান কবিরাজের শরণাপন্ন হলে কিছু ওষুধ সেবন করতে দেওয়া হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল মান্নান কবিরাজ ঝাড় ফুকের কথা বলে ওই গৃহবধূকে ডেকে আনে। তাকে নির্জন স্থানে নিয়ে ঝাড় ফুক করা হবে একথা বলে একটি মাঠের ভেতর নিয়ে দুজনে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে  ঘটনার দুই দিন পর রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম জানান, দুই আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

 

ঝাড় ফুকের কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে ভন্ড কবিরাজ ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) এবং তার সহকারী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩৫)।

আদালত সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা এক গৃহবধূ শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন। যেকারণে তিনি মান্নান কবিরাজের শরণাপন্ন হলে কিছু ওষুধ সেবন করতে দেওয়া হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল মান্নান কবিরাজ ঝাড় ফুকের কথা বলে ওই গৃহবধূকে ডেকে আনে। তাকে নির্জন স্থানে নিয়ে ঝাড় ফুক করা হবে একথা বলে একটি মাঠের ভেতর নিয়ে দুজনে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে  ঘটনার দুই দিন পর রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম জানান, দুই আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।