ডিবির অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১১০৫ জন সংবাদটি পড়েছেন
আমি বাংলা লিংক কাস্টমার কেয়ার থেকে বলছি, ১২ বছর নের্টওয়ার্ক সার্ভিস উদযাপনের জন্য আপনি ৮ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা পুরস্কার পাচ্ছেন। তবে এজন্য কিছু শর্ত পালন করতে হবে। এভাবেই প্রতারকরা লোভনীয় অফার ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে তাদের টাকা হাতিয়ে নিচ্ছে। রাজবাড়ীর ডিবি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে এ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা হলো একই ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে রোমান মোল্লা ও জনাব আলী শেখের ছেলে রাকিব শেখ। গত ৫ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বিভিন্ন মানুষের কাছ থেকে তারা মোট ২ লাখ ৭৮ হাজার ৫০৪ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, এই প্রতারক চক্রের দৃশ্যত কোনো উপার্জনের কথা জানা যায়নি। সুলতানপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি কলাবাগানের মধ্যে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে ফোন করে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়াই তাদের কাজ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওইদিন সকালেও তারা এক ব্যক্তিকে ফাঁদে ফেলে তিন ধাপে সাড়ে ৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। প্রতারকরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তিকে ফোন করে বাংলা লিংক কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয় দিয়ে তাকে জানানো হয় ১২ বছর নেটওয়ার্ক ব্যবহারের জন্য সে ৮ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা পুরস্কার পেয়েছে। এজন্য নির্দিষ্ট একটি নম্বর দিয়ে ফোন করতে বলা হয়। ভুক্তভোগী ওই নম্বরে ফোন করলে বলা হয়, আপনি যে পুরস্কার পাবেন, তা দুই ভাগে পাবেন। প্রথমটি আপনার মোবাইলে নগদ টাকা পাবেন ৬৫,২৫০/- টাকা যা দিয়ে আপনি আগামী সাত বছর ফ্রি কল করতে পারবেন। এজন্য রেজিস্টেশন বাবদ আপনাকে পাঁচশ টাকা ০১৯৬১৭৯৩৮০৬ এই নম্বরে পাঠাতে হবে। ওই নম্বরে টাকা পাঠানোর পর ৬৫,২৫০/- টাকার ম্যাসেজ পাঠায়। প্রতারক আবার ফোন দিয়ে বলে বাকী আট লাখ টাকা আপনার বাড়ি পৌছে দেওয়া হবে। সেজন্য রেজিস্ট্রেশন ও তেল খরচ বাবদ ছয় হাজার টাকা দিতে হবে। প্রতারকের কথা বিশ^াস করে ওই ব্যক্তি দুই ধাপে ছয় হাজার টাকা পাঠায়। এরপরই ভুক্তভোগীর নাম্বারটি বøক লিস্টে দেয়।
ওসি আরও জানান, প্রতারকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।