রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- প্রকাশের সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১১১১ জন সংবাদটি পড়েছেন
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ও গোয়ালন্দ মোড় এলাকায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের মিলন মন্ডল।
জানা গেছে, সকালে খানখানাপুর মোস্তফার ইটভাটার কাছে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।
অপরদিকে গোয়ালন্দ মোড় এলাকায় ত্রিচক্রযান মাহেন্দ্র উল্টে পড়ে মারাত্মক আহত হন মিলন মন্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, অজ্ঞাত গাড়ি চাপায় মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। অপরজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।