বন্দুক ও দেশি অস্ত্র উদ্ধার
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
- প্রকাশের সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১১১৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকা থেকে বুধবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ, তিনটি ধারালো ছোরা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পাংশা উপজেলার খামারডাঙ্গি গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ, বিলজোনা গ্রামের কালিপদ সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ ও সুবর্ণখোলা গ্রামের আকামত খানের ছেলে কাজল খান।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, সরিষা ইউনিয়ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত সেখানকার একটি কলেজ মাঠে আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। এব্যাপারে পাংশা থানায় মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।