বিদ্যুৎস্পৃষ্টে আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারীর মৃত্যু
এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
- প্রকাশের সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১১৪৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত বন্যা ফুড প্রডাক্ট এন্ড আইসক্রিম ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম খান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। তার বাড়ি একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎই আব্দুর রহিম বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Tag :