পরিবহনে চাঁদাবাজি। গ্রেপ্তার ২
- প্রকাশের সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১১৫২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পরিবহনে চাঁদাবাজির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো হাবলু চৌধুরী ও ফজলু মোল্লা। এদের বাড়ি গোয়ালন্দের বিভিন্ন গ্রামে।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিবরুজ্জামান জানান, বৃহস্পতিবার মাহেন্দ্র গাড়ীর মালিক মোঃ মজনু সরদার এর মৌখিক অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার দৌলতদিয়া বাস টার্মিনালের কুষ্টিয়া বাস কাউন্টারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ডিবি রাজবাড়ীর একটি টিম গাড়ী চালকদের ভীত সন্ত্রস্ত এবং বাধ্যকরে ১৭০ টাকা চাঁদার ঈদ মোবারক লেখা স্টিকার এবং ১০০ টাকা চাঁদার ডিপারচার শ্লিপ ব্যবহার করে চাঁদাবাজি করার সময় হাবলু চৌধুরী (৬৫), পিতাঃ মৃত-আরশেদ আলী চৌধুরী, সাং-কাটাখালী (উত্তর চর পাচুরিয়া), ও ফজলু মোল্লা (৪৯), পিতাঃ মৃত-জলফু মোল্লা, সাং-বাহিরচর দৌলতদিয়া, ১ নং ওয়ার্ড, উভয় থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীদ্বয়কে চাঁদাবাজির কাজে ব্যবহৃত স্লিপ সহ হাতে নাতে আটক করেন। আটককৃত আসামীদের কাছ থেকে মাহেন্দ্র গাড়ীর মালিকদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৮,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামী ফিরোজ আহম্মেদ জুয়েল এর নেতৃত্ত্বে চাঁদাবাজদের একটি গ্রুপ অবৈধভাবে ঈদকে সামনে রেখে মাহেন্দ্র মালিকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। জানা যায় যে, উক্ত গ্রুপ দৌলতদিয়া থেকে রাজবাড়ী রোডে চলাচল করা প্রায় ২০০/২৫০ মাহেন্দ থেকে এভাবে চাঁদা আদায় করছিল। তাদেরকে গ্রেফতারে সাধারন মাহেন্দ্র মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।