বালিয়াকান্দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
- প্রকাশের সময় : ০৮:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১১৫০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানটি মঙ্গলবার দিনব্যাপী বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে চোখ, হৃদরোগ, ডায়াবেটিস, রক্তচাপসহ নানা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বালিয়াকান্দি এলাকার তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেন।
এর আগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্যা, সিএসএসের রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রীবাস চন্দ্র বিশ্বাস, ব্যবস্থাপক বিএম মিরান হোসেন, বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক সমীরন বৈরাগী, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ বিশ্বাস প্রমুখ।
Tag :