নানা আয়োজনে পালিত নারী দিবস
- প্রকাশের সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১১০২ জন সংবাদটি পড়েছেন
‘ডিজিটাল প্রযুক্তি ও উন্নয়ন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ ¯েøাগানকে সামনে রেখে রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়ন্তী রূপা রায়, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।