রাজবাড়ীতে একুশ উপলক্ষে শিক্ষার্থী সংবর্ধনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- প্রকাশের সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৪৬ জন সংবাদটি পড়েছেন
অমর একুশে উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শিক্ষার্থী সংবর্ধনা মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, হাতের সুন্দর লেখা, অভিনয় এবং বানান শুদ্ধিকরণ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রæপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান প্রাঙ্গনে দিনভর প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন আলোকচিত্র। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং প্রাথমিক সমাপনী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৬৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া প্রমুখ।
সবশেষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রদর্শিত হয়।