ভাঙা টাইলস দিয়ে তৈরি হতো জিপসাম সার!
বালিয়াকান্দিতে ২ টন ভেজাল সার জব্দ, কারখানা মালিকের জেল জরিমানা
- প্রকাশের সময় : ০৯:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১১৯৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়ায় একটি ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে দুই টন ভেজাল সার জব্দ ও কারখানার মালিক শরীফ শেখকে ১৫ দিনের কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভাঙা টাইলস, ইট, বালি দিয়ে সার তৈরি করা হতো বলে জানা গেছে। দন্ডপ্রাপ্ত শরীফ একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের একটি ঘরে ভেজাল সার তৈরি করে বাজারের নামিদামী কোম্পানীর প্যাকেটে ভরে বাজারজাত করতো। এতে কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। দীর্ঘদিন ধরে সে এই প্রতারণা করতো বলে অভিযোগ এলাকাকবাসীর।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, ভেজাল সার কারখানার খবর পেয়ে প্রথমে চরফরিদপুর গ্রামের কারখানায় অভিযান চালানো হয়। ভাঙাচোড়া এই ঘরটিতে সে ভেজাল সার উৎপাদন করতো। কোনোভাবে অভিযানের খবর পেয়ে কারখানা মালিক শরীফ পালিয়ে যায়। পরে তার বাড়িতে গিয়ে আরও একটি ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে সার তৈরিতে ব্যবহৃত কাাঁচামাল, ইট, বালি, টাইলসের ভাঙা অংশ, বিভিন্ন কোম্পানীর নকল প্যাকেট, উপকরণ, যন্ত্রপাতি জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয়েছে দুই টন ভেজাল সার।
তিনি আরও জানান, টাইলসের ভাঙা অংশ ব্যবহার করে জীপসাম সার তৈরি করতো। অন্য সারে ব্যবহার করতো ইট, বালি ইত্যাদি। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি অভিযুক্ত শরীফ শেখ স্বীকার করেছে। তাকে ১৫ দিনের কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।