Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ১২৫৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার বিকেলে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী কাজী মোস্তজা আজম জিলান নিহত হন। তিনি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন তিনি।

গান্ধীমারা  হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মোটরসাইকেল চালক সাগর রাইস মিলে যাওয়ার সময় একটি  বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটিয়ে বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে ঈদের দিন রোববার সন্ধ্যার দিকে পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা নামে এক কলেজছাত্র নিহত হয়। সে পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। পাংশা সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। ঈদ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল আবু মুসা। কৃষি ফার্ম এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায় সে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার বিকেলে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী কাজী মোস্তজা আজম জিলান নিহত হন। তিনি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন তিনি।

গান্ধীমারা  হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মোটরসাইকেল চালক সাগর রাইস মিলে যাওয়ার সময় একটি  বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটিয়ে বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে ঈদের দিন রোববার সন্ধ্যার দিকে পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা নামে এক কলেজছাত্র নিহত হয়। সে পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। পাংশা সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। ঈদ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল আবু মুসা। কৃষি ফার্ম এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায় সে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।