Dhaka ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ১টি ক্লিনিক ও ৩ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা,  ১ জনের কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ১৫৮০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ।। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দিয়েছে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন। এসময় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।

জানা গেছে, অবৈধ ক্লিনিক বন্ধের অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মোট ১২টি বেসরকারি স্বাস্থ্যসেবা  প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে বালিয়াকান্দি হাসপাতাল রোডে দি এপোলে ডায়াগনস্টিক সেন্টার, চন্দনা ডায়গনস্টিক সেন্টার এন্ড ডাক্তার চেম্বার এবং সাধুমোল্লার মোড়ে দি আরোগ্য ক্লিনিক  তাদের প্রতিষ্ঠান পরিচালনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া উপজেলার জামালপুর বাজারে অভিযান জামালপুর প্যাথলজি সেন্টার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এই প্রতিষ্ঠানটিতে ভুয়াটেকনিশিয়ান দিয়ে রোগ নির্ণয় করানো হতো। যেকারণে প্রতিষ্ঠানটি সীলগালা করার পাশাপাশি মালিক কাজী মঞ্জুরুল ইসলামকে ১৫ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান,  তারা মোট ১২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। এর মধ্যে চারটির নিবন্ধন না থাকায় সীলগালা করেছেন। অন্যগুলোর মধ্যে কোনোটি নিবন্ধন আছে, আবার কোনোটি নিবন্ধনের জন্য আবেদন করেছে। একটি প্রতিষ্ঠানকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন। সেটির মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান চালানো হবে।

অভিযানকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন কুমার সাহা, স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ১টি ক্লিনিক ও ৩ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা,  ১ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

জনতার আদালত অনলাইন ।। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দিয়েছে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন। এসময় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।

জানা গেছে, অবৈধ ক্লিনিক বন্ধের অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মোট ১২টি বেসরকারি স্বাস্থ্যসেবা  প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে বালিয়াকান্দি হাসপাতাল রোডে দি এপোলে ডায়াগনস্টিক সেন্টার, চন্দনা ডায়গনস্টিক সেন্টার এন্ড ডাক্তার চেম্বার এবং সাধুমোল্লার মোড়ে দি আরোগ্য ক্লিনিক  তাদের প্রতিষ্ঠান পরিচালনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া উপজেলার জামালপুর বাজারে অভিযান জামালপুর প্যাথলজি সেন্টার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এই প্রতিষ্ঠানটিতে ভুয়াটেকনিশিয়ান দিয়ে রোগ নির্ণয় করানো হতো। যেকারণে প্রতিষ্ঠানটি সীলগালা করার পাশাপাশি মালিক কাজী মঞ্জুরুল ইসলামকে ১৫ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান,  তারা মোট ১২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। এর মধ্যে চারটির নিবন্ধন না থাকায় সীলগালা করেছেন। অন্যগুলোর মধ্যে কোনোটি নিবন্ধন আছে, আবার কোনোটি নিবন্ধনের জন্য আবেদন করেছে। একটি প্রতিষ্ঠানকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন। সেটির মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান চালানো হবে।

অভিযানকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন কুমার সাহা, স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।