রাজবাড়ীতে ২ বেকারী মালিকের জরিমানা
- প্রকাশের সময় : ০৯:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১১৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বেকারী মালিককে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে শহরের বিনোদপুর এলাকার নয়া টেস্ট নামক বেকারীর মালিককে ৩০ হাজার টাকা এবং বড়পুলের সোনাপুর রেস্তোরাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড়পুল, বড় বাজার, বিনোদপুর লেকপাড়া সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে বিনোদপুর এলাকায় নয়া টেস্ট নামক বেকারীর কারখানা অপরিষ্কার অপরিচ্ছন্ন উপায়ে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্য বিক্রির দায়ে ভোক্তা অধিবার আইনের তিনটি ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বড়পুল এলাকার সোনারপুর রেস্তোরায় অপরিচ্ছন্ন থাকায় একটি ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, রমজান উপলক্ষে পণ্যের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি না রাখতে ও বাজার স্থিতিশীল রাখতে লিফলেট ও প্রচারপত্র বিলি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।