রাজবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত
- প্রকাশের সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১১৪৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, লোকোশেড বধ্যভূমি, শহিদ মুক্তিযোদ্ধা রফিক, সফিক, সাদী ও খুশীর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্র্টি, ওয়ার্কার্স পার্টি, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি সালমা চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি খোদেজা নাসরীন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রমুখ।