সনাকের আয়োজনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাস্তবায়নে সুশাসনঃ চ্যালেঞ্জ ও করণীয় সভা
- প্রকাশের সময় : ০৮:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১১৯২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাস্তবায়নে সুশাসন ঃ চ্যালেঞ্জ ও করণীয় সভা শীর্ষক সভা সনাক রাজবাড়ী সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে বৃহস্পতিবার আলীপুর ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত হয়েছে। সভায় আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক খোকন মাহমুদ, সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দন, ইউপি সচিব আব্দুল আলীম এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম বাস্তবায়নে প্রণোদনাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুবিধাভোগী নির্বাচন ও বিতরণ, নাগরিক সেবা, দাপ্তরিক ও উন্নয়নকার্যক্রম ইত্যাদিও চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দন, ইয়েস দলনেতা খাদিজাখাতুন, ইয়েস সদস্য আলোচনা করেন। চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকবলেন, প্রণোদনাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুবিধাভোগী নির্বাচন ও বিতরণ করার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হয়েছে। যাদেরকে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে তাদের নামের তালিকা পরিষদের নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি