Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সনাকের উদ্যোগে কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত ফলাফল উপস্থাপন ও অধিপরামর্শ সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • / ১১৮৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন    সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আয়োজনে কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত ফলাফলের আলোকে অধিপরামর্শ সভা মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি প্রফেসর নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  , রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, সনাক এর সাবেক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন।

টিকা প্রদান ও প্রাপ্তি সংক্রান্ত চ্যালেঞ্জ বা বাধাসমূহ চিহ্নিতকরণ এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ; টিকা প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্যতা ও সুশাসন নিশ্চিতকরণে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ;স্থানীয় ও জাতীয় পর্যায়ে অব্যাহত মাধ্যমে টিকা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করাই টিআইবির মূল উদ্দেশ্য। নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ টিকা সরবরাহ ব্যবস্থা এবং টিকায় সকলের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে টিআইবি ‘গভর্ন্যান্স চ্যালেঞ্জেস ইন হেলথ সেক্টর: টুওয়ার্ডস ইফেক্টিভ কোভিড-১৯ ভ্যাকসিন ডেলিভারি’ শীর্ষক একটি গবেষনা পরিচালনা করে যে ফলাফল পাওয়া গেছে উক্ত সভায় তা উপস্থাপন করা হয়েছে।

এই কমিউনিটি মনিটরিং কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফলের আলোকে স্থানীয় পর্যায়ে টিকা প্রদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অভিগম্যতা নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধে টিআইবি সনাকভিত্তিক অধিপরামর্শ সভার উদ্যোগ গ্রহণ করেছে। টিআইবি আশা করে, এর ফলে টিকা প্রদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অভিগম্যতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনগণ যৌথ এ বিষয়ে যৌথ ভূমিকা পালনে উদ্যোগী হবে।

সভায় বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, কমিউনিটিভিত্তিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ এবং স্থানীয় সনাকের সন্মানিত সদস্যবৃন্দ অধিপরামর্শ সভায় অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সনাকের উদ্যোগে কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত ফলাফল উপস্থাপন ও অধিপরামর্শ সভা

প্রকাশের সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

জনতার আদালত অনলাইন    সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আয়োজনে কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত ফলাফলের আলোকে অধিপরামর্শ সভা মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি প্রফেসর নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  , রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, সনাক এর সাবেক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন।

টিকা প্রদান ও প্রাপ্তি সংক্রান্ত চ্যালেঞ্জ বা বাধাসমূহ চিহ্নিতকরণ এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ; টিকা প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্যতা ও সুশাসন নিশ্চিতকরণে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ;স্থানীয় ও জাতীয় পর্যায়ে অব্যাহত মাধ্যমে টিকা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করাই টিআইবির মূল উদ্দেশ্য। নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ টিকা সরবরাহ ব্যবস্থা এবং টিকায় সকলের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে টিআইবি ‘গভর্ন্যান্স চ্যালেঞ্জেস ইন হেলথ সেক্টর: টুওয়ার্ডস ইফেক্টিভ কোভিড-১৯ ভ্যাকসিন ডেলিভারি’ শীর্ষক একটি গবেষনা পরিচালনা করে যে ফলাফল পাওয়া গেছে উক্ত সভায় তা উপস্থাপন করা হয়েছে।

এই কমিউনিটি মনিটরিং কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফলের আলোকে স্থানীয় পর্যায়ে টিকা প্রদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অভিগম্যতা নিশ্চিত করতে এবং দুর্নীতি প্রতিরোধে টিআইবি সনাকভিত্তিক অধিপরামর্শ সভার উদ্যোগ গ্রহণ করেছে। টিআইবি আশা করে, এর ফলে টিকা প্রদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অভিগম্যতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনগণ যৌথ এ বিষয়ে যৌথ ভূমিকা পালনে উদ্যোগী হবে।

সভায় বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, কমিউনিটিভিত্তিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ এবং স্থানীয় সনাকের সন্মানিত সদস্যবৃন্দ অধিপরামর্শ সভায় অংশগ্রহণ করেন।