রাজবাড়ীতে ১০ ব্যবসায়ীর দোকান ঘরের লিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১১৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের দাদপুর বাজারের ১০ ব্যবসায়ীর দোকানঘরের লিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানিকহার রহমান ও সার্ভেয়ার শাহ ইমরান সম্পূর্ণ অনিয়ম করে তাদের লিজ বাতিল করে অন্যদের দেওয়ার পাঁয়তারা করছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাকাল ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের দাদপুর বাজারে উত্তম কুমার বিশ^াস, আবুল কালাম, জহিরুল ইসলাম, উজ্জ্বল কুমার সাহা, হাসান শেখ, ফারুখ দেওয়ার, মধুসুদন, প্রামানিক, আলমগীর চৌধুরী, নিজামউদ্দিন ও তালেব শেখ জেলা পরিষদ থেকে লিজ নিয়ে দীর্ঘ ৬০ ব্ছর ধরে ব্যবসা করে আসছে। প্রতিবছর ব্যবসায়ীরা লিজের টাকাও পরিশোধ করেন। কিন্তু চলতি বছর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সার্ভেয়ার অনিয়মের মাধ্যমে বাজারের জমি অন্য পক্ষের কাছে লিজ দিয়েছে। যেটি জেলা পরিষদের করার কোন সুযোগ নেই। এর ফলে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন।