Dhaka ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শব্দদূষণের মাত্রা চিহ্নিত করতে রাজবাড়ীতে ৫ স্থানে সাউন্ড লেভেল মিটার স্থাপন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ১১৬৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন  শব্দ দূষণের মাত্রা চিহ্নিত করতে রাজবাড়ী শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে সাউন্ড লেভেল মিটার স্থাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমন্ডলী দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর বাস্তবায়নে রোববার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ।

সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্টামফোর্ড ইউনিভারসিটির শিক্ষক আব্দুল্লাহ আল নাইম। তিনি জানান, শব্দদূষণের মাত্রা চিহ্নিত করতে রাজবাড়ী শহরের নীরব এলাকা হিসাবে সদর হাসপাতালের সামনে, আবাসিক হিসাবে সার্কিট হাউজ এলাকা, বাণিজ্যিক হিসাবে শহরের প্রধান সড়ক, মিশ্র হিসাবে পৌর বা প্রশাসক কার্যালয় এলাকা এবং বিসিক এলাকাকে শিল্প এলাকা হিসাবে শনাক্ত করা হয়েছে। এসব এলাকার পাঁচটি স্থানে সাউন্ড লেভেল মিটার বসানো হয়েছে। বিধিমালা অনুযায়ী সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দিবা এবং রাত ৯টা থেকে পরবর্তী দিন সকাল ছয়টা পর্যন্ত রাত্রিকালীন সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ে মেশিনটি এক মিনিট পরপর তথ্য দেবে। যার মাধ্যমে শব্দদূষণের মাত্রা জানা যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ বলেন, যানবাহনের চালক এবং যাত্রী সচেতন হলে শব্দদূষণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। হাসপাতাল, স্কুল, কলেজ এলাকায় হর্ণ বাজানো ঠিক নয়। সবাই মিলে চেষ্টা করলে সফলতা হবেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে শব্দদুষণ নিয়ন্ত্রণে স্কুল, হাসপাতালসহ কয়েকটি স্থানে সাইনবোর্ড স্থাপন করে সচেতনতা অভিযান চালানো হবে। শব্দদূষণে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।

সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মিতা রানী দাস, রাজবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম, শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, চায়না রানী সাহা, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শব্দদূষণের মাত্রা চিহ্নিত করতে রাজবাড়ীতে ৫ স্থানে সাউন্ড লেভেল মিটার স্থাপন

প্রকাশের সময় : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন  শব্দ দূষণের মাত্রা চিহ্নিত করতে রাজবাড়ী শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে সাউন্ড লেভেল মিটার স্থাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমন্ডলী দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর বাস্তবায়নে রোববার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ।

সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্টামফোর্ড ইউনিভারসিটির শিক্ষক আব্দুল্লাহ আল নাইম। তিনি জানান, শব্দদূষণের মাত্রা চিহ্নিত করতে রাজবাড়ী শহরের নীরব এলাকা হিসাবে সদর হাসপাতালের সামনে, আবাসিক হিসাবে সার্কিট হাউজ এলাকা, বাণিজ্যিক হিসাবে শহরের প্রধান সড়ক, মিশ্র হিসাবে পৌর বা প্রশাসক কার্যালয় এলাকা এবং বিসিক এলাকাকে শিল্প এলাকা হিসাবে শনাক্ত করা হয়েছে। এসব এলাকার পাঁচটি স্থানে সাউন্ড লেভেল মিটার বসানো হয়েছে। বিধিমালা অনুযায়ী সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দিবা এবং রাত ৯টা থেকে পরবর্তী দিন সকাল ছয়টা পর্যন্ত রাত্রিকালীন সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ে মেশিনটি এক মিনিট পরপর তথ্য দেবে। যার মাধ্যমে শব্দদূষণের মাত্রা জানা যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ বলেন, যানবাহনের চালক এবং যাত্রী সচেতন হলে শব্দদূষণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। হাসপাতাল, স্কুল, কলেজ এলাকায় হর্ণ বাজানো ঠিক নয়। সবাই মিলে চেষ্টা করলে সফলতা হবেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে শব্দদুষণ নিয়ন্ত্রণে স্কুল, হাসপাতালসহ কয়েকটি স্থানে সাইনবোর্ড স্থাপন করে সচেতনতা অভিযান চালানো হবে। শব্দদূষণে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।

সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মিতা রানী দাস, রাজবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম, শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, চায়না রানী সাহা, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমুখ।