Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাট্যকর্মী নয়নের মরদেহে রাজবাড়ী থিয়েটারের শ্রদ্ধা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১২২৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন  নাট্যকর্মী সাজ্জাদ সিদ্দিকী নয়নের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী থিয়েটার। শনিবার বিকেলে এ শ্রদ্ধা নিবেদন  করা হয়। এসময় থিয়েটারের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা, সদস্য সচিব ফয়েজুল হক কল্লোল প্রমুখ উপস্থিত ছিলেন।

সব মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজার নামাজ শেষে নিউকলোনী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাজ্জাদ সিদ্দিকী নয়ন নব্বই দশকে রাজবাড়ী চারণ থিয়েটারের একজন দক্ষ সংগঠক ছিলেন। চারণ থিয়েটার  প্রযোজিত প্রতিটি নাটকে  তিনি অংশ নিয়েছেন। তার নজরবাড়া অভিনয় ছিল প্রশংসনীয়। চারণ থিয়েটার নিষ্ক্রিয় হয়ে পড়ার পর তিনি নাটকে অভিনয় করেননি। অনেকটা নীরবে নিভেৃতেই ছিলেন  সাজ্জাদ সিদ্দিকী নয়ন। তার অকাল মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাট্যকর্মী নয়নের মরদেহে রাজবাড়ী থিয়েটারের শ্রদ্ধা

প্রকাশের সময় : ০৯:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন  নাট্যকর্মী সাজ্জাদ সিদ্দিকী নয়নের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী থিয়েটার। শনিবার বিকেলে এ শ্রদ্ধা নিবেদন  করা হয়। এসময় থিয়েটারের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা, সদস্য সচিব ফয়েজুল হক কল্লোল প্রমুখ উপস্থিত ছিলেন।

সব মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজার নামাজ শেষে নিউকলোনী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাজ্জাদ সিদ্দিকী নয়ন নব্বই দশকে রাজবাড়ী চারণ থিয়েটারের একজন দক্ষ সংগঠক ছিলেন। চারণ থিয়েটার  প্রযোজিত প্রতিটি নাটকে  তিনি অংশ নিয়েছেন। তার নজরবাড়া অভিনয় ছিল প্রশংসনীয়। চারণ থিয়েটার নিষ্ক্রিয় হয়ে পড়ার পর তিনি নাটকে অভিনয় করেননি। অনেকটা নীরবে নিভেৃতেই ছিলেন  সাজ্জাদ সিদ্দিকী নয়ন। তার অকাল মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।