৩ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে স্কুল শিক্ষিকা ।। ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রবাসীর মামলা
- প্রকাশের সময় : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১২৪৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বিবাহিত জীবনের ২৫ বছর পর তিন সন্তান রেখে পরকীয়া প্রেমিক সামছুল হকের সাথে উধাও হয়ে গেছেন স্কুল শিক্ষিকা লায়লা পারভীন। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের সৌদি প্রবাসী আরব আলী মিয়ার স্ত্রী। এ ঘটনায় আরব আলী স্ত্রী লায়লা পারভীন ও তার পরকীয়া প্রেমিক সামছুল হকের বিরুদ্ধে মঙ্গলবার ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজবাড়ীর ১ নং আমলী আদালতে মামলা করেছেন। সামছুল হকের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার বারকোনা গ্রামে। লায়লা পারভীন অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।
মামলায় বাদীর অভিযোগ, লায়লা পারভীনের সাথে ২৫ বছর আগে বিয়ে হয় তার। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। আট বছর আগে জীবন জীবীকার জন্য তিনি সৌদি আরব যান। ২০২০ সালের ২৭ জুলাই থেকে ২০২১ সালের ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে তার উপার্জিত প্রায় ৩৫ লাখ টাকা স্ত্রী লায়লা পারভীনের নামে সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাব নম্বরে পাঠান। তিনি বাড়িতে না থাকার সুযোগে সামছুল হক মাঝে মধ্যে আসতো। ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যেই তার স্ত্রীকে ফুসলিয়ে পরকীয়া প্রেমে জড়ায়। গত ২৭ জানুয়ারি তারিখে তিনি সৌদি আরব থেকে বাড়ি এসে জানতে পারেন তার স্ত্রী লায়লা টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে সামসুল হকের সাথে চলে গেছে।
মামলায় বাদী পক্ষের আইনজীবী রেহেনাজ পারভীন সালমা জানান, আদালতের বিচারক কায়সুন্নাহার সুরমা মামলাটি গ্রহণ করে সমাজসেবা কর্মকর্তার উপর তদন্ত ভার অর্পণ করেছেন।
লায়লা পারভীনের কাছে মোবাইল ফোনে কল করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা। তাহলে সত্যটা কি? এ প্রশ্নে তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, সম্পূর্ণ মিথ্যা কথা আর কী বলবো। আপনি কি এখন স্বামীর সংসার করছেন? এ প্রশ্নেও তিনি অনেকক্ষণ চুপ থাকেন। পরে আবার একই প্রশ্ন করলে বলেন, না। তাকে ডিভোর্স দিয়েছি। কবে কীভাকে ডিভোর্স দিয়েছেন- এ প্রশ্ন করার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
অপর আসামি সামসুল হকের মোবাইল ফোনে অনেকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।