কালুখালীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়ির সামনে ৩টি ককটেল বিস্ফোরণ
- প্রকাশের সময় : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১২৬৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মজবাড়ি ইউনিয়নের জয়রামপুর গ্রামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আকবর হোসেনের বাড়ির সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা ও শুক্রবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
আকবর হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তার বাড়ির গেটের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ে তিনি আর বাইরে বের হননি। জানালা দিয়ে দেখেন তিন চারটি মোটরসাইকেলে করে কয়েক যুবক চলে যাচ্ছে। এরপর শুক্রবার ফজরের নামাজ পড়ে বাইরে বের হলে গেটের সামনে একটি প্লাস্টিকের ব্যাগ ও আরও একটি ককটেল পড়ে থাকতে দেখেন। ওই সময় তার স্ত্রী টিনের কৌটা মনে করে ককটেলটি হাতে নেন। তিনি দেখে তার হাত থেকে নিয়ে ফেলে দিতেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান ও কালুখালী থানাকে জানিয়েছেন। ককটেল বিস্ফোরণের পর তিনিসহ এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। তিনি আরও জানান, সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মাজবাড়ি ইউপি চেয়ারম্যান কাজী শরীফুল ইসলাম জানান, আকবর হোসেন এলাকায় নিরীহ মানুষ হিসেবে পরিচিত। কারো সাথে তার কোনো শত্রুতা নেই। নির্বাচনে তিনি নৌকার পক্ষে কাজ করেছিলেন। এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
কালুখালী থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।