বালিয়াকান্দিতে পরাজিত মেম্বার প্রার্থীর ছেলেকে মারধর, সমর্থককে হুমকি
- প্রকাশের সময় : ১০:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১২১৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী সুফল কুমার দাসের ছেলে সুজয় কুমার দাসকে মারধর ও সমর্থক রাশেদুল বিশ^াসকে বিজয়ী প্রার্থীর সমর্থকরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মঙ মঙ্গলবার বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী সুফল কুমার দাস।
সুফল কুমার দাস জানান, মেম্বার পদে বিজয়ী প্রার্থী আরব আলী শেখের কয়েকজন সমর্থক গত সোমবার মোটরসাইকেল যোগে তার বাড়িতে গিয়ে নারীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। মঙ্গলবার সকালে তার ছেলে সুজয় কুমার দাস কম্পিউটার প্রশিক্ষণের জন্য বাড়ি থেকে বালিয়াকান্দি যাওয়ার সময় বাঘুটিয়া বাজার এলাকায় মারধর করে। আহতাবস্থায় তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।
সুফল বিশ^াসের সমর্থক রাশেদুল বিশ^াস জানান, তিনি সুফল দাসের নির্বাচন করেছিলেন। এ কারণে বিজয়ী প্রার্থীর সমর্থকরা মঙ্গলবার সকালে বাঘুটিয়া বাজারে তার দোকানে গিয়ে প্রথমে নেমে আসতে বলে। মুসলিম হয়ে কেন হিন্দুর নির্বাচন করেছি এজন্য কঠোরভাবে শাসায়। অবস্থা বেগতিক দেখে তিনি দ্যৌড়ে পালান।
এব্যাপারে বিজয়ী মেম্বার প্রার্থী আরব আলীর সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।