স্বতন্ত্র প্রার্থীর অফিসে চা বিক্রি করায় বাড়িতে হামলা, মাথা ফাটলো শিশুর
- প্রকাশের সময় : ০৭:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১২৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের নির্বাচনী অফিসে চা সরবরাহ করায় তালেব শেখের বসতঘরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তার সাত বছর বয়সী ছেলে সিফাতের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। হামলায় নারীসহ আহত হয়েছেন ছয়জন। রোববার রাত ১১টার দিকে একই ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তালেগব শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন।
তালেব শেখ জানান, বাঘুটিয়া বাজারে তিনি দীর্ঘদিন ধরে চায়ের দোকান করেন। তার দোকানের পাশেই স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের নির্বাচনী অফিস। ওই অফিসে চা সরবরাহ করায় রোববার রাত ১১টার দিকে ফরিদ শেখ, আনোয়ার শেখ, টিটুল, বাবু, ফিরোজসহ শতাধিক লোক লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে। এতে তার শিশুপুত্রের মাথা ফেটে যায়। তিনি সহ তার পরিবারের সদস্য রেশমা বেগম, জাহাঙ্গীর শেখ, সুখি বেগম ও জাহিদ শেখ আহত হয়।
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থী হলেন আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম।
প্রার্থী রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিদ্বন্দ্বি খলিলুর রহমানের অফিসে চা সরবরাহকে কেন্দ্র করে এ হামলা হয়নি। যতটুকু শুনেছি তাতে ওটা দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যেকার ঘটনা। সেখানে আমার দুই একজন লোক ছিল। এর আগে একজনকে বাড়ি যাওয়ার সময় মারধর করা হয়।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।