শেয়াল মারার ফাঁদে ধরা পড়েছে মেছোবাঘ
- প্রকাশের সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১২৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে মুরগী খামারীর পাতা ফাঁদে ধরা পড়েছে একটি মেছোবাঘ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাড়িভাঙ্গা গ্রামের সোহাগ মোল্লার মুরগীর ফার্ম থেকে বেশ কিছুদিন ধরে মুরগী কমে যাচ্ছিল। রাতে গণনা করে আসার পর পরদিন সকালে গিয়ে একটি দুটি কম পাওয়া যেত। সোহাগের ধারণা শেয়াল তার ফার্মের মুরগী খেয়ে নিচ্ছে। একারণে সোহাগ একটি লোহার খাঁচায় মুরগী দিয়ে শেয়াল ধরার ফাঁদ বসায়। সেই ফাঁদে সোমবার দিবাগত রাত রাত একটার দিকে আটকা পড়ে মেছোবাঘটি। মেছোবাঘটি দেখতে অনেকটা বাঘের মতই। লম্বা আনুমানিক সাড়ে তিন ফুট। খবর পেয়ে কালুখালী থানার পুলিশ মেঝোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়। মেছোবাঘটিকে দেখতে অনেক মানুষ ভিড় করেছিল। একারণে ভিড় এড়াতে মেছোবাঘটিকে নিরাপদে কালুখালী থানায় নিয়ে আসা হয়। বনবিভাগকে খবর পাঠানো হয়েছে। তারা এলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, এটিকে মেছোবাঘ বলা হয়ে থাকে। এই ধরণের প্রাণিরা সাধারণতঃ জঙ্গলে বাস করে। তারা মাছ, মুরগী এসব খেয়ে জীবনধারণ করে। কাউকে খুব বেশি বিরক্ত করেনা। বন্যপ্রাণি সংরক্ষণ করা সকলেরই দায়িত্ব। একারণে মেঝোবাঘটিকে উদ্ধার করে লোকালয় বা জনবসতি নেই এমন স্থানে ছেড়ে দেওয়া হবে।