Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে ভূ‌মিহীন ও গৃহহীন‌দের দ্বিতীয় পর্যা‌য়ে ঘর প্রদান উপল‌ক্ষে প্রেস ব্রিফিং

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • / ১২৭২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ মু‌জিববর্ষ উপল‌ক্ষে সারা‌দে‌শের ন্যায় রাজবাড়ীতে ভূ‌মিহীন ও গৃহহীন‌দের জন্য নি‌র্মিত ৪৩০টি ঘর হস্তান্তরের উ‌দ্বোধন উপল‌ক্ষে সাংবা‌দিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার বিকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ সাংবা‌দিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। এ‌তে অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট সরকার অাব্দুল্লাহ অাল মামুন বাবু’র সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক দিলসাদ বেগম ।

স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, জেলার ই‌লেকট্র‌নিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার সাংবা‌দিকরা। ‌জেলা প্রশাসন সু‌ত্রে জানা‌গে‌ছে, মু‌জিববর্ষ উপল‌ক্ষে দ্বিতীয় পর্যা‌য়ে রাজবাড়ী‌তে ৪৩০টি ঘর হস্তান্তর করা হ‌বে। এরম‌ধ্যে রাজবাড়ী সদ‌রে ৩শ টি, গোয়াল‌ন্দে ৩০টি, পাংশায় ৩০টি, বা‌লিয়াকা‌ন্দি‌তে ৭০টি। যার নির্মান ব্যায় ধরা হ‌য়ে‌ছে ৮ কো‌টি ১৭ লক্ষ টাকা। এরঅা‌গে প্রথম পর্যা‌য়ে রাজবাড়ী‌তে ১২ কো‌টি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যা‌য়ে ৭৬০টি নির্মা‌নের পর গৃহহীন‌দের মা‌ঝে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী‌তে ভূ‌মিহীন ও গৃহহীন‌দের দ্বিতীয় পর্যা‌য়ে ঘর প্রদান উপল‌ক্ষে প্রেস ব্রিফিং

প্রকাশের সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

জনতার আদালত অনলাইন ॥ মু‌জিববর্ষ উপল‌ক্ষে সারা‌দে‌শের ন্যায় রাজবাড়ীতে ভূ‌মিহীন ও গৃহহীন‌দের জন্য নি‌র্মিত ৪৩০টি ঘর হস্তান্তরের উ‌দ্বোধন উপল‌ক্ষে সাংবা‌দিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার বিকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ সাংবা‌দিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। এ‌তে অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট সরকার অাব্দুল্লাহ অাল মামুন বাবু’র সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক দিলসাদ বেগম ।

স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন, জেলার ই‌লেকট্র‌নিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার সাংবা‌দিকরা। ‌জেলা প্রশাসন সু‌ত্রে জানা‌গে‌ছে, মু‌জিববর্ষ উপল‌ক্ষে দ্বিতীয় পর্যা‌য়ে রাজবাড়ী‌তে ৪৩০টি ঘর হস্তান্তর করা হ‌বে। এরম‌ধ্যে রাজবাড়ী সদ‌রে ৩শ টি, গোয়াল‌ন্দে ৩০টি, পাংশায় ৩০টি, বা‌লিয়াকা‌ন্দি‌তে ৭০টি। যার নির্মান ব্যায় ধরা হ‌য়ে‌ছে ৮ কো‌টি ১৭ লক্ষ টাকা। এরঅা‌গে প্রথম পর্যা‌য়ে রাজবাড়ী‌তে ১২ কো‌টি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যা‌য়ে ৭৬০টি নির্মা‌নের পর গৃহহীন‌দের মা‌ঝে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।