বালিয়াকান্দিতে দম্পতিকে মারপিটের অভিযোগ
- প্রকাশের সময় : ০৭:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৬০৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে নুরুল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগমকে মারপিট করে লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১০জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মমতাজ বেগম।
মমতাজ বেগম জানান, ইতিপূর্বে গত ১২ এপ্রিল আমাকে ও আমার স্বামী নুরুল ইসলামকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এবিষয়ে বালিয়াকান্দি থানায় ৫জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ৮/১০ জন দুর্বৃত্ত আমার পৈতৃক বাড়ীর ঘরের বেড়া কেটে প্রবেশ করে ঘরে থাকা কাঠের আলমারী, সোকেস, ফ্যান, ধান ও ফসলাদিসহ লুটপাট করে নিয়ে যায়। বসতঘরের পাশে থাকা রান্না ঘর ভেঙ্গে টিন, বেড়াসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।