Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অপহৃত শিশু মোরছালিনের বস্তাবন্দী লাশ মিলল পাটক্ষেতে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১৫৯৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামে অপহরণের চার দিন পর বুধবার শিশু মুরছালিনের বস্তাবন্দী লাশ পাওয়া গেছে বাড়ি থেকে আনুমানিক পাঁচশ গজ দূরে একটি পাট ক্ষেতে। সে একই গ্রামের নবাব মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে। গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় তার বাবা নবাব মন্ডল গত সোমবার পাংশা থানায় অপহরণ মামলা করেছিলেন। রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এক নারী ওই পাট ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে এগিয়ে একটি বস্তা দেখতে পান। সেখান থেকেই দুর্গন্ধ আসছে। বিষয়টি  তিনি প্রতিবেশিদের জানান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে শিশুর মোরছালিনের মরদেহ উদ্ধার করে। এদিকে মোরছালিনের মরদেহ উদ্ধারের খবর শুনে তার মা জ্ঞান হারান। মাঝে মাঝে জ্ঞান ফিরলেও আবার মূর্ছা যাচ্ছেন। পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাদাত হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাড়ির পেছনে একটি পাট ক্ষেত থেকে শিশু মোরছালিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। কারা কেন তাকে অপহরণ করে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করছে। পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু অপহরণের ঘটনায় সোমবার মামলা দায়ের হয়েছিল। সেকারণে হত্যা মামলা দায়ের হবে নাকি ওই মামলা এগিয়ে নিয়ে যাওয়া হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে করণীয় ঠিক করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে মোরছালিনের দাদা বাড়ির সামনে খেলার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অপহৃত শিশু মোরছালিনের বস্তাবন্দী লাশ মিলল পাটক্ষেতে

প্রকাশের সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামে অপহরণের চার দিন পর বুধবার শিশু মুরছালিনের বস্তাবন্দী লাশ পাওয়া গেছে বাড়ি থেকে আনুমানিক পাঁচশ গজ দূরে একটি পাট ক্ষেতে। সে একই গ্রামের নবাব মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে। গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় তার বাবা নবাব মন্ডল গত সোমবার পাংশা থানায় অপহরণ মামলা করেছিলেন। রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এক নারী ওই পাট ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে এগিয়ে একটি বস্তা দেখতে পান। সেখান থেকেই দুর্গন্ধ আসছে। বিষয়টি  তিনি প্রতিবেশিদের জানান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে শিশুর মোরছালিনের মরদেহ উদ্ধার করে। এদিকে মোরছালিনের মরদেহ উদ্ধারের খবর শুনে তার মা জ্ঞান হারান। মাঝে মাঝে জ্ঞান ফিরলেও আবার মূর্ছা যাচ্ছেন। পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাদাত হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাড়ির পেছনে একটি পাট ক্ষেত থেকে শিশু মোরছালিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। কারা কেন তাকে অপহরণ করে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করছে। পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু অপহরণের ঘটনায় সোমবার মামলা দায়ের হয়েছিল। সেকারণে হত্যা মামলা দায়ের হবে নাকি ওই মামলা এগিয়ে নিয়ে যাওয়া হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে করণীয় ঠিক করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে মোরছালিনের দাদা বাড়ির সামনে খেলার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।