রেল স্টেশনে দলছুট হনুমান

- প্রকাশের সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / 239
জনতার আদালত অনলাইন ॥ চলছে লকডাউন। গণ পরিবহন, ট্রেন চলাচল বন্ধ। যাত্রীদের পদচারণায় মুখর রাজবাড়ী রেল স্টেশন এখন অনেকটাই প্রাণহীন। ট্রেনের ঝুমঝুম শব্দ আর হুইসেল শোনা যায়না। এই সুযোগেই কীনা দলছুট হনুমানটি আশ্রয় নিয়েছে রেল স্টেশনে। শুক্রবার সকালে দেখা যায় এমন দৃশ্য। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে হনুমানটি রাজবাড়ী এসেছে। হনুমানের প্রতি সদয় আচরণের আহ্বান জানিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান।
রাজবাড়ী শহর বা আশেপাশে হনুমান সচরাচর দেখা যায়না। কালেভদ্রে দেখা মিললেও গাছের উঁচু এক মগডাল থেকে অন্য মগডালে অথবা কারও বাড়ির ছাদে লাফিয়ে লাফিয়ে ছুটতে দেখা যেত। অপেক্ষাকৃত নিচু স্থানে তাদের দেখা যায়নি। শুক্রবার সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্মের বাঁধানো গোল ব্রেঞ্চে হনুমানটিকে বসে থাকতে দেখা গেছে অনেকক্ষণ। এসময় কেউ কেউ হনুমানটিকে বিস্কুট কলা ছুড়ে দিয়েছে। হনুমানটিও খুশী মনে সেসব তুলে নিয়ে খেয়েছে।
প্লাটফর্মের চা দোকানী জানান, এর আগে স্টেশনে কখনও হনুমান দেখা যায়নি। এই প্রথম দেখা গেল। মানুষের চলাচল নেই বলেই সে এখানে এসেছে মনে হয়।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, হনুমানের বাস যশোরের কেশবপুরে। যশোর থেকে কলাসহ বিভিন্ন ফল ট্রাকে করে রপ্তানী হয় দেশের অন্যান্য জেলায়। ধারণা করা যায়, হনুমানগুলো খাবারের জন্য ওইসব ট্রাকে উঠে লুকিয়ে থাকে। চালকের অলক্ষ্যেই হয়তো এক সময় ট্রাক ছেড়ে দেয়। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় অথবা দৌলতদিয়া ফেরি ঘাটে ট্রাককে থামতে হয়। সেখানে হয়তো হনুমান নেমে পড়ে। সঙ্গী সাথী না পেয়ে এলোমেলো ভাবে ঘোরাফেরা করে। বিভিন্ন স্থানে মানুষ তাদের উত্যক্ত করে। তবে, তাদের উত্যক্ত না করে সদয় আচরণ করা উচিৎ। ওরা কাউকে ক্ষতি করেনা।