Dhaka ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বা‌লিয়াকা‌ন্দি‌তে দুই করাখানা‌কে ৩৫ হাজার টাকা জ‌রিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / ১৫৭২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই অাইসক্রীম কারখানা‌কে অ‌বৈধ কেমিক্যাল মি‌শি‌য়ে অাইসক্রীম তৈ‌রির দা‌য়ে ৩৫ হাজার টাকা জ‌রিমানা ও অাইসক্রীম তৈ‌রির ওই কে‌মিক্যাল জব্দ ক‌রা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বিকা‌লে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর যৌথ অ‌ভিযানে বন্যা ফুডস প্রোডাক্টস ও বন্ধন আইসক্রীম না‌মের দুই কারখানা‌কে এ জরিমানা করা হয়।

এ সময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বন্যা ফুডস প্রোডাক্টসকে ভোক্তা আইনের ৩৭, ৪২ ও ৫৩ ধারায় ৩০ হাজার ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র রাজবাড়ীর সহকারী প‌রিচালক মোঃ শরীফুল ইসলাম বন্ধন আইসক্রীমকে  ৪২ ধারায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন। ‌সেই  স‌ঙ্গে ১ কে‌জি অবৈধ রং, ৩ কে‌জি ঘন চিনি ও ১০০ মি‌লি ফ্লাভার জব্দ করেন।

অ‌ভিযা‌নে সহ‌যো‌গিতা ক‌রেন, সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পেসকার মোঃ রইচ উদ্দিন ও সবুজ হোসেন এবং বালিয়াকান্দি থানা পুলি‌শের একটি টিম।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী প‌রিচালক ‌মোঃ শরীফুল ইসলাম এর সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, প্র‌তি‌নিয়তই এ ধর‌নের অ‌ভিযান প‌রিচালনা কর‌ছেন। অাজ যৌথ ভাবে বা‌লিয়কা‌ন্দি উপ‌জেলা প্রশাসনের সাথে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে অ‌বৈধ কে‌মি‌ক্যাল মি‌শি‌য়ে অাইসক্রীম তৈ‌রির দা‌য়ে দুই অাইসক্রীম কারখানা‌কে ৩৫ হাজার টাকা জ‌রিমানা ও অাইসক্রীম তৈ‌রির কে‌মিক্যাল জব্দ ক‌রে‌ছেন। জনস্বা‌র্থে এ ধর‌নের অভিযান অব্যাহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বা‌লিয়াকা‌ন্দি‌তে দুই করাখানা‌কে ৩৫ হাজার টাকা জ‌রিমানা

প্রকাশের সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

জনতার আদালত অনলাইন ॥ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই অাইসক্রীম কারখানা‌কে অ‌বৈধ কেমিক্যাল মি‌শি‌য়ে অাইসক্রীম তৈ‌রির দা‌য়ে ৩৫ হাজার টাকা জ‌রিমানা ও অাইসক্রীম তৈ‌রির ওই কে‌মিক্যাল জব্দ ক‌রা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বিকা‌লে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর যৌথ অ‌ভিযানে বন্যা ফুডস প্রোডাক্টস ও বন্ধন আইসক্রীম না‌মের দুই কারখানা‌কে এ জরিমানা করা হয়।

এ সময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বন্যা ফুডস প্রোডাক্টসকে ভোক্তা আইনের ৩৭, ৪২ ও ৫৩ ধারায় ৩০ হাজার ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র রাজবাড়ীর সহকারী প‌রিচালক মোঃ শরীফুল ইসলাম বন্ধন আইসক্রীমকে  ৪২ ধারায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন। ‌সেই  স‌ঙ্গে ১ কে‌জি অবৈধ রং, ৩ কে‌জি ঘন চিনি ও ১০০ মি‌লি ফ্লাভার জব্দ করেন।

অ‌ভিযা‌নে সহ‌যো‌গিতা ক‌রেন, সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পেসকার মোঃ রইচ উদ্দিন ও সবুজ হোসেন এবং বালিয়াকান্দি থানা পুলি‌শের একটি টিম।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী প‌রিচালক ‌মোঃ শরীফুল ইসলাম এর সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, প্র‌তি‌নিয়তই এ ধর‌নের অ‌ভিযান প‌রিচালনা কর‌ছেন। অাজ যৌথ ভাবে বা‌লিয়কা‌ন্দি উপ‌জেলা প্রশাসনের সাথে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে অ‌বৈধ কে‌মি‌ক্যাল মি‌শি‌য়ে অাইসক্রীম তৈ‌রির দা‌য়ে দুই অাইসক্রীম কারখানা‌কে ৩৫ হাজার টাকা জ‌রিমানা ও অাইসক্রীম তৈ‌রির কে‌মিক্যাল জব্দ ক‌রে‌ছেন। জনস্বা‌র্থে এ ধর‌নের অভিযান অব্যাহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।