রাজবাড়ীতে ৩০ কেজি জাটকা ইলিশ ও জেলি মিশ্রিত চিংড়ি জব্দ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১২৬৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজার এলাকা থেকে ৩০ কেজি জাটকা ইলিশ ও ৪০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের এক অভিযানে এ মাছ জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা এবং জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও চিংড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহিদ। উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফসহ জেলা মৎস্য অফিসের কর্মচারী ও আনসার সদস্যরা। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :