রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:16:44 pm, Sunday, 3 January 2021
- / 1206 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়েছে। চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১৭ জানুয়ারি রোববার। যাচাই বাছাই ১৯ জানুয়ারি মঙ্গলবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি মঙ্গলবার।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন এ তপশীল ঘোষণা করে। চতুর্থ ধাপে দেশের মোট ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩১টি পৌরসভায় ইভিএমে এবং ২৫টি পৌরসভায় ব্যালটে ভোট হবে। রাজবাড়ী পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে।
Tag :