Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / ১৫৯২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজবাড়ী শহরের ১ নং বেড়াডাঙ্গায় নিজ  বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ফকীর জাহিদুল ইসলাম রুমন জানান, জ্বর সহ নানা উপসর্গ থাকায় গত ১৩ আগস্ট তারিখে তার বাবা নমুনা দেন। ১৬ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তার বাবা হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে প্রচন্ড  দুর্বল রয়েছেন তিনি। এছাড়া কোনো সমস্যা নেই। তার বাবার সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন।

ফকীর আব্দুল জব্বার রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের চেয়ারম্যান, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই তিনি ছিলেন সম্মুখ করোনা যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়েই জেলার  প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে  মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। কখনও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে, কখনও জেলা পরিষদের উদ্যোগে আবার ব্যক্তিগতভাবেও সহায়তা দিয়েছেন মানুষকে।

এদিকে  রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  জেলা বিএনপি নেতা অ্যড. এমএ খালেকও করোনায় অক্রান্ত হয়েছেন। তিনিও হোম আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র  জানিয়েছে, বর্তমানে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৭৮ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনা আক্রান্ত রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজবাড়ী শহরের ১ নং বেড়াডাঙ্গায় নিজ  বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ফকীর জাহিদুল ইসলাম রুমন জানান, জ্বর সহ নানা উপসর্গ থাকায় গত ১৩ আগস্ট তারিখে তার বাবা নমুনা দেন। ১৬ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তার বাবা হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে প্রচন্ড  দুর্বল রয়েছেন তিনি। এছাড়া কোনো সমস্যা নেই। তার বাবার সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন।

ফকীর আব্দুল জব্বার রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের চেয়ারম্যান, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই তিনি ছিলেন সম্মুখ করোনা যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়েই জেলার  প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে  মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। কখনও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে, কখনও জেলা পরিষদের উদ্যোগে আবার ব্যক্তিগতভাবেও সহায়তা দিয়েছেন মানুষকে।

এদিকে  রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  জেলা বিএনপি নেতা অ্যড. এমএ খালেকও করোনায় অক্রান্ত হয়েছেন। তিনিও হোম আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র  জানিয়েছে, বর্তমানে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৭৮ জন।