Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়েই মারা যান গোয়ালন্দ আইডিয়াল স্কুলের  শিক্ষক রিয়াজুল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • / ১৪০৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম (৫৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।
এর আগে গত শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। এরপর পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করে ওইদিন রাতেই গোয়ালন্দ পৌর কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, ইতিমধ্যে নিহত স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের পরিবারের সদস্যদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষক রিয়াজুল ইসলামের ভগ্নিপতি গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম জানান, তিনি বিভিন্ন জটিল রোগের পাশাপাশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পরিবার ও তার সংস্পর্শে আসা এবং দাফনে অংশ নেয়া সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনা আক্রান্ত হয়েই মারা যান গোয়ালন্দ আইডিয়াল স্কুলের  শিক্ষক রিয়াজুল

প্রকাশের সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম (৫৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।
এর আগে গত শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। এরপর পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করে ওইদিন রাতেই গোয়ালন্দ পৌর কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, ইতিমধ্যে নিহত স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের পরিবারের সদস্যদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষক রিয়াজুল ইসলামের ভগ্নিপতি গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম জানান, তিনি বিভিন্ন জটিল রোগের পাশাপাশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পরিবার ও তার সংস্পর্শে আসা এবং দাফনে অংশ নেয়া সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।